পাতা:সরোজিনী নাটক.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ সরোজিনী নাটক । রণবীর। সে আমার চক্ষের ভ্রম নয়, সে সময় আমার বুদ্ধিরও কোন ব্যতিক্রম হয়নি। এখন তোমাকে আমি যেমন স্পষ্ট দেখছি, তেমনি । স্পষ্ট আমি দেবীমূৰ্ত্তি দর্শন করেছিলেম, আর আকাশবাণীচ্ছলে তিনি আমাকে যা বলেছিলেন, তা এখনও যেন আমার কর্ণে ধ্বনিত হচ্চে । রণধীর । মহারাজ ! কিছুই বিচিত্র নয়। কোন বিশেষ কাৰ্য্য সিদ্ধি করবার জন্য দেবতার সাধকের নিকট আবিভূত হয়ে আপন ইচ্ছা ব্যক্ত করে থাকেন। আপনার বিলক্ষণ সৌভাগ্য যে আপনি স্বচক্ষে তার দর্শন লাভ করেছেন। আপনার পূর্বপুরুষের মধ্যে পূজনীয় বাপ্পারাও ও সমরসিংহও এইরূপ দেবীর দর্শন পেয়েছিলেন। লক্ষ্মণ। রণধীর ! বোধ করি তুমিও এখনি দেখতে পাবে। দেখ,—ঠিক এই স্থানে তিনি আমাকে দর্শন দিয়েছিলেন, (চতুভূজ। মূৰ্ত্তির আবির্ভাব ও তিরোভাব) ঐ যে,—ঐ যে,—ঐ যে,—দেখ রণধীর। এখনি নৃমুণ্ডমালিনী করালবদন দেবী চতুভূজা, ছায়ার স্তায় ঐ দিক্ দিয়ে চলে গেলেন, এবার এখানে আর দাড়ালেন না। রণধীর। কৈ মহারাজ ! আমি তো কিছুই দেখতে পেলেম না। বোধ করি, তিনি যে সে লোককে দর্শন দেন না। তার অনুগ্রহে আপনি নিশ্চয় দিব্য চক্ষু লাভ ক’রেছেন। (চতুভূজ মূৰ্ত্তির আবির্ভাব ও তিরোভাব) লক্ষ্মণ । ঐ দেখ, ঐ দেশ আবার রণধীর। তাই তো, মহারাজ !—এইবার আমি দেখতে পেয়েচি ।