পাতা:সরোজিনী নাটক.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৮
সরোজিনী নাটক।
ব্যস্ত সমস্ত হইয়া রামদাসের প্রবেশ।

 রামদাস। মহারাজ, আপনার দ্বাদশ পুত্রের মধ্যে এগার জন রীতিমত অভিষিক্ত হয়ে যুদ্ধে প্রাণ দিয়েছেন। এখন কেবল আপনার কনিষ্ঠ পুত্র অজয়সিংহ অবশিষ্ট।

 লক্ষ্মণ। কি! এখন কেবল একমাত্র অজয়-সিংহ অবশিষ্ট?—হাঁ!—

 রাজমহিষী। মহারাজ, আমার অজয়কে আর যুদ্ধে পাঠাবেন না। আমি ওকে আপনার নিকট ভিক্ষা চাচ্চি। মহারাজ! এই অনুরোধটা আমার রক্ষা করুন।

 লক্ষ্মণ। মহিষি, তা কি কখন হ’তে পারে? দৈববাণীর বিপরীত কার্য্য ক’লে আমাদের কখনই মঙ্গল হবে না।

ব্যস্ত সমস্ত হইয়া সুরদাসের প্রবেশ।

 সুরদাস। মহারাজ! মুসলমানদের ষড়যন্ত্র সব প্রকাশ হয়ে পড়েছে। এরূপ ভয়ানক ষড়যন্ত্র কেও কখন স্বপ্নেও মনে ক'ত্তে পারে না! কুমার বিজয়সিংহ এই সংবাদ আপনাকে দেবার জন্যে আমাকে যুদ্ধক্ষেত্র হতে পাঠিয়ে দিলেন। এই ষড়যন্ত্র আর একটু আগে প্রকাশ হলেই সকল দিক্ রক্ষা হত।

 লক্ষ্মণ। সে কি সুরদাস —মুসলমানদের ষড়যন্ত্র?

 রামদাস। সে কি?