সুরদাস। মহারাজ, ভৈরবাচার্য্য, যাকে আমরা এতদিন ভক্তি শ্রদ্ধা ক'রে এসেছি, সে এক জন ছদ্মবেশী মুসলমান।
লক্ষ্মণ। অ্যা? - মুসলমান?—সেকি সুরদাস?
সুরদাস। আজ্ঞা হা ঁমহারাজ, সে মুসলমান।
রামদাস। সে কি কথা?
লক্ষ্মণ। সে মুসলমান—তবে কি সেই যবনকুমারী বাস্তবিকই তারি কন্যা— ও এখন আমি বুঝতে পাচ্চি। তা সম্ভব বটে। কি আশ্চর্য্য! এত দিন সে ধূর্ত যবন আমাদের প্রতারণা করে এসেছে! আমরা কি সকলে অন্ধ হ’য়ে ছিলেম?
সুরদাস। মহারাজ। তার মত ধূর্ত্ত আর জগতে নাই। সকলেই তার কাছে প্রতারিত হয়েছে। চতুর্ভুজাদেবীর মন্দিরের পূর্ব পুরোহিত সোমাচার্য্য মহাশয়ের নিকট সে ব্রাহ্মণের পুত্র বলে পরিচয় দিয়ে, তার ছাত্র হয়েছিল। পরে তার এমন প্রিয়পাত্র হয়ে উঠেছিল, যে তার মৃত্যুর সময় তিনি ওকেই আপন পদে নিযুক্ত করে যান। মহারাজ, দৈববাণী প্রভৃতি সকলি মিথ্যা, সমস্তই তারি কৌশল। বলিদানের সময় যখন আপনাদের মধ্যে বিবাদ বিসম্বাদ উপস্থিত হয়েছিল, সেই সময় চিতোর আক্রমণ করবার জন্যে সে যবন-রাজকে সংবাদ পাঠিয়ে দেয়! মহারাজ! কুমার অজয় সিংহের আর যুদ্ধে গিয়ে কাজ নাই, তিদি চিতোর হতে প্রস্থান করুন, তিনি যুদ্ধে প্রাণ দিলেই আপনি নির্ব্বংশ হবেন, আর তা হ'লেই ধূর্ত্ত যবনদের সকল মনস্কামনাই পূর্ণ হবে।