পাতা:সরোজিনী নাটক.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭০
সরোজিনী নাটক।

 লক্ষ্মণ। কি আশ্চর্য্য! আমরা কি নির্ব্বোধ, এত দিন অমরা এর বিন্দুবিসর্গও টের পাই নি! স্বরদাস, এ সমস্ত এখন কি ক’রে প্রকাশ হ’ল?

 সুরদাস। মহারাজ! ফতেউল্লা ব'লে এক জন চ্যালা ছিল, সেও ছদ্মবেশে মন্দিরে থাকত; সে এক দিন এই নগর দিয়ে যাচ্ছিল,” এখানকার প্রহরীরা তাকে চোর মনে ক’রে ধরে,তার পর তাকে ছেড়ে দেয়; সেই একটা কাপড়ের বুচ্কি ফেলে যায়,—সেই বুচ্‌কির মধ্যে কতকগুলি পত্র ছিল, সেই পত্রের সুত্র ধ’রে এই সমস্ত ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়েছে।

 লক্ষ্মণ। ও:—কি শঠতা! কি ধূর্ত্ততা! চল, আর না—ঐ ধূর্ত্ত যবনদের এখনি সমুচিত শাস্তি দিতে হবে—অজয়-সিংহকে নগর হতে এখনি প্রস্থান করতে বল—সেই আমার বংশ রক্ষণ কররে। আমি এখন যুদ্ধে চল্লেম। এই হস্তে যদি শত-সহস্র যবনের মুণ্ডপাত ক’ত্তে পারি, তাহলেও এখন কতকটা আমার ক্রোধের শান্তি হয়। ওঃ—কি চাতুরি! কি প্রতারণা —কি শঠতা! মহিষি, আমি বিদায় হ’লেম; যদি যুদ্ধে জয় লাভ ক’ত্তে পারি,—fচভোরের গৌরব রক্ষা ক'ত্তে পারি, তা হলেই পুনর্ব্বার দেখা হবে, নচেৎ এই শেষ দেখা।

 রাজমহিষী। (গদগদ স্বরে) যান মহারাজ, বিজয়লক্ষ্মী যেন আপনার সঙ্গে সঙ্গে থাকেন; যুদ্ধক্ষেত্রে চতুভূজা দেবী যেন আপনাকে রক্ষা করেন, আর আমি কি ব’লব।