প্রথম অঙ্ক । .لاه (উভয়ে সাষ্টাঙ্গে প্ৰণিপাত ) আমার ভাগো এমন তে কথন হয় নাই—কি আশ্চৰ্য্য ! আমাকেও দেবী দর্শন দিলেন ! অ’ ! আজি আমার কি সৌভাগ্য—আমার নয়ন সার্থক হল—জীবন চরিতার্থ হ’ল। মহারাজ ! চিতোর রক্ষার জন্য, দেবী আপনার নিকট যে দৈববাণী করেছেন, তা শীঘ্ৰ পালন করুন—দেবীর অনুগ্রহ থাকৃলে কার সাধ্য চিতোরপুরী আক্রমণ করে ? লক্ষণ । দেবী তো এবার চকিতের দ্যায় দর্শন দিয়েই চলে গেলেন— এক মুহূৰ্ত্তও এখানে দাড়ালেন না। এখন কে আমাকে সেই দৈববাণীর অর্থ ব্যাখ্যা ক’রে দেয় বল দেখি ? আমি তো মহা সন্দেহের মধ্যে পড়েছি, এখন বল দেখি, রণধীর । এই সন্দেহ ভঞ্জনের উপায় কি ? রণধীর। চলুন মহারাজ ! এক কাজ করা যাক সম্মুখেই তো চতুভূজ দেবীর মন্দির, ঐ মন্দিরের স্থবিজ্ঞ পুরোহিত ভৈরবচাৰ্য্য মহাশয়, ভবিষ্যৎ ফলাফল উত্তমরূপে গণনা কর্তে পারেন। চলুন, তার নিকটে গিয়ে দৈববাণীর ব্যাখ্যা ক’রে লওয়া যাক। লক্ষ্মণ । এ বেশ কথা। চল, তাই যাওয়া যাক। রণধীর । মহারাজ ! দেখেছেন কি ভয়ানক অন্ধকার ! এখন পথ চিনে যাওয়! সুকঠিন । ( উভয়ে মন্দিরের দ্বারে আঘাত । ) (মন্দিরের দ্বার উদ্ঘাটন করত ভৈরবচার্য্যের প্রবেশ ) جیسے
পাতা:সরোজিনী নাটক.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।