পাতা:সরোজিনী নাটক.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অঙ্ক।
১৭৭

আল্লা | একি আশ্চর্য্য কথা! এ রকম তো আমি কখনও শুনি নি।

সৈনিক। হজুর, আপনাকে আর কি বলব, আমার সঙ্গে চলুন, আপনি দেখবেন, ঘরে ঘরে এই রকম চিতা জ্বলচে, এ নগরে আর একটীও স্ত্রীলোক নেই।

আল্লা আচ্ছা, চল দিকি যাই।

এক দিক দিয়া সকলের প্রস্থান ও অন্য
দিক্ দিয়া পুনঃ প্রবেশ।
(পট পরিবর্তন!)
চিতাধূমাচ্ছন্ন চিতোরের রাজপথ।

আল্লা তাই তো!—এ কি!—সমস্ত চিতোর নগরই যেন একটী জ্বলন্ত চিতা বলে বোধ হচ্চে। পথ ঘাট ধূমে আচ্ছন্ন, কিছুই আর দেখা যায় না, পথের দুই পাশ্বে সারি সারি চিতা জল্‌চে — ওঃ!—কি ভয়ানক দৃশ্য!—ও কি আবার?—ওদিকে আগুন লেগেছে নাকি?

সৈনিক। জাহাঁপনা! ওদিকে কতকগুলি বাড়ি পুড়চে, কোন, কোন রাজপুত গৃহে আগুন লাগিয়ে গৃহ শুদ্ধ সপরিবারে পুড়ে ম'রচে।

আল্লা। কি আশ্চর্য্য!