এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭৮
সরোজিনী নাটক।
নেপথ্যে। জ্বল্ জ্বল্ চিত! দ্বিগুণ, দ্বিগুণ,—
আল্লা। ও কিও? (সকলের কর্ণপাত)
নেপথ্যে। (কতকগুলি রাজপুতমহিলা সমস্বরে)—
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ, দ্বিগুণ,
পরাণ সঁপিবে বিধবা-বালা।
জ্বলুক জ্বলুক চিতার আগুন,
জুড়াবে এখনি প্রাণের জ্বালা॥
শোন রে যবন,—শোন রে তোরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে,
সাক্ষী র’লেন দেবতা তার
এর প্রতিফল ভূগিতে হবে॥
আল্লা | কতকগুলি স্ত্রীলোকের কণ্ঠস্বর না? চতুর্দিক এতক্ষণ গম্ভীর নিস্তব্ধতা রাজত্ব ক’চ্ছিল, হঠাৎ আবার এরূপ শব্দ কোথা থেকে এল?—তবে দেখচি এখনও এ নগরে স্ত্রীলোক আছে।
সৈনিক | রাজপুতরা পরাজিত হ’লে তাদের স্ত্রীরা চিতা প্রবেশের পূর্ব্বে “জহর” ব'লে যে অনুষ্ঠান করে, আমার বোধ হয় তাই হ’চ্চে। হজুর, আমি বেশ ক'রে দেখে এসেছি, নগরে স্ত্রীলোক