পাতা:সরোজিনী নাটক.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



১৮২
সরোজিনী নাটক।
সতীত্ব লুকাতে জ্বলন্ত চিতায়,
জ্বলন্ত চিতায় সঁপিতে প্রাণ!


(সকলে সমস্বরে)
জ্বল জ্বল চিতা, দ্বিগুণ, দ্বিগুণ,
পরাণ সঁপিবে বিধবা বালা
জ্বলুক্‌ জ্বলুক্‌ চিতার আগুন,
জুড়াবে এখনি প্রাণের জ্বালা।
শোন রে যবন, শোন রে তোরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে,
সাক্ষী র’লেন দেবতা তার,
এর প্রতিফল ভুগিতে হবে

আল্লা | এ কি! চারদিকৃ থেকেই যে এইরূপ শব্দ আসচে।


(কতকগুলি আহত রাজপুত পুরুষ সমস্বরে)
দ্যাখ রে জগৎ, মেলিয়ে নয়ন,
দ্যাখ রে চন্দ্রমা, দ্যাখ রে গগন।