পাতা:সরোজিনী নাটক.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৮৬

সরোজিনী নাটক।
জ্বলন্ত দহনে হায় জ্বলিতেছে আজি মন প্রাণ;
তবে কেন আর,    বহি দেহ-ভার,
চিতানলে চিতানল করি অবসান।
দেখিয়াছি চিতোরের সৌভাগ্যের উন্নত গগন;
একিরে আবার,    একি দশ তার,
স্বগ হ’তে রসাতলে দারুণ পতন!
১০
রঙ্গভূমি সম এই ক্ষণস্থায়ী অস্থির সংসার,
না চাহি থাকিতে,    হেন পৃথিবীতে,
যবনিকা পড়ে যাক জীবনে আমার॥



যবনিকা পতন।