প্রথম তাঙ্ক | Nව সরোজ কুসুম-সম ; যদি দিস পিতে তার উত্তপ্ত শোণিত, তবেই থাকিবে অজেয় চিতোর পূরী, নতুব। ইহার নিশ্চয় পতন হবে, কহিলাম তোরে । আর শোন মূঢ় নর ! বীপপ বংশজাত যদি দ্বাদশ কুমার, রাজচ্ছত্রধারী, একে একে নাহি মরে যবন-সংগ্রামে, ন। রহিবে তব বংশে রাজলক্ষী আর । ” এই দৈববাণীর শেষ অংশটী এক রকম বোঝা গেছে, কিন্তু এর প্রথমাংশটা আমি কিছুই বুঝতে পাচ্চিনে, এইটা অনুগ্রহ করে আমার নিকট ব্যাখ্যা ক’রে দিন । ভৈরব। (চিন্তা করিতে করিতে) হু –(স্বগত) যা আমি মনে করেছিলেম, তাই ঘটেছে। “রূপসী ললনা” রাজা লক্ষ্মণসিংহের প্রিয় কন্ত। সরোজিনীকেই যে বোঝাচ্চে, এইটি ব্যক্ত করবার বেশ সুযোগ হয়েছে। বিজয়সিংহ সরোজিনীর প্রতি অনুরক্ত, সে কখনই তার বলিদানে সম্মত হবে না। কিন্তু অন্তান্ত রাজপুত-সেনাপতিগণের যদি একবার এই বিশ্বাস হয় যে, বলিদান ব্যতীত মুসলমানদিগকে কখনই পরাজয় করা যাবে না, তা হ’লে সরোজিনীর রক্তের জন্য নিশ্চয়ই তারা উন্মত্ত হ’য়ে উঠবে। আর যদি সমস্ত সৈন্য এই বিষয়ে একমত হয়, তা হ’লে কাজে কাজেই রাজাকেও তাতে মত দিতে
পাতা:সরোজিনী নাটক.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।