এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম তাঙ্ক । >(r বন্ধু পুত্র রিপু জায়া, সপ্তমের মাতা ছায়া, এক তিন পাচ ছয়, একাদশে সৰ্ব্ব জয়, চারাক্ষরে প্রশ্ন হয়, এটা বড় শুভ নয় । ” ভৈরব। মহারাজ ! ক্ৰমে আমি সব বলুচি। আর একটা ফুলের নাম করুন দেখি । লক্ষ্মণ। বকুল। - ভৈরব । আচ্ছা । “বকুল বকুল বকুল, বৃন্দাবন গোকুল, একে চন্দ্র, তিনে নেত্র, কাশী আর কুরুক্ষেত্র, চেরে আর তিনে সাভ, জগন্নাথ চন্দ্রনাথ, তারা তিথি রাশি বার, জ্বালামুণী হরিদ্বার,