পাতা:সরোজিনী নাটক.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ、2 সরোজিনী নাটক । রণধীর । মহারাজ ! এখন কর্তব্য কি স্থির কল্লেন ? লক্ষ্মণ । আচ্ছা, তুমি যে কৰ্ত্তব্যের কথা বলুচ, বল দেখি,— তুমিই বল দেখি, সন্তানের প্রতি পিতার কি কৰ্ত্তব্য ? সত্তানের জীবন রক্ষণ করা কি পিতার কর্তব্য নয় ? রণধীর । মহারাজ ! আপনার প্রশ্নের উত্তরটা যদি কিঞ্চিৎ রূঢ় হয়, ভো আমাকে মার্জন করবেন । আচ্ছ, আমি মানলেম যে, সন্তানের জীবন রক্ষণ করা পিতার কর্তব্য, কিন্তু আমি আবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলুন দেখি, প্রজার প্রতি রাজার কি কর্তব্য ? শত্রর আক্রমণ হ’তে প্রজাগণ যাতে রক্ষা পায়, ভার উপায় বিধান করা কি রাজার কর্তব্য নয় ? লক্ষ্মণ । আচ্ছা,—ত। অবশ্য কর্তব্য, আমি তা স্বীকার কল্লেম ; কিন্তু যখন উভয়ই কর্তব্য হ’ল, তখন এরূপ সঙ্কট-স্থলে তো কিছুই স্থির করা যেতে পারে না। এরূপ স্থলে আমার বিবেচনায় প্রবৃত্তি অনুসারে চলাই কর্তব্য। রণধীর। না মহারাজ ! যখন দুই কর্তব্য পরস্পর-বিরোধী হয়, তখন এই দেখতে হবে, কোন কর্তব্যট গুরুতর। এরূপ বিরোধ-স্থলে গুরুতর কৰ্ত্তব্যের অনুরোধে লঘুতর কৰ্ত্তব্যকে বিসর্জন দেওয়াই যুক্তি ও ধৰ্ম্মসঙ্গত । - লক্ষ্মণ । কিন্তু রণধীর । কর্তব্যের গুরুলযুত স্থির করা বড় সহজ নয় । - রণবীর। বেন মহারাজ ! কর্তৃব্যের গুরু লঘুতা তো অতি সহ