পাতা:সরোজিনী নাটক.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অঙ্ক।
২১

জেই স্থির হতে পারে। দুইটী কর্তব্যের মধ্যে যেটা পালন না কল্লে অধিক লোকের অনিষ্ট হয়, সেইটাই গুরুতর কর্তব্য। আপনার কন্যার বিনাশে শুধু আপনার ও আপনার পরিবারস্থ আত্মীয় স্বজনেরই ক্লেশ হতে পারে, কিন্তু দেখুন, যদি যবনগণ চিতোরপুরী জয় কত্তে পারে, ভা হ'লে সমস্ত রাজ্যের লোক বংশপরম্পরাক্রমে চিরদাসত্ব দুঃখ ভোগ করবে।

লক্ষ্মণ। হো!—রণধীর! তোমার নৃশংস যুক্তি সঙ্গত হ’লেও — হ’লেও —কিন্তু — কিন্তু—

রণধীর। মহারাজ! আবার কিন্তু কি? যুক্তিতে যা ঠিক, ব’লে বোধ হচ্চে, এখনি তা কার্য্যে পরিণত করুন। মনে ক’রে দেখুন, মহারাজ! বিধাতা কি গুরুতর ভার আপনার স্কন্ধে অৰ্পণ ক’রেছেন, লক্ষ লক্ষ রাজপুত কন্যার জীবন ধর্ম্ম সুখ স্বাধীনতা, আপনার উপর নির্ভর কচ্চে। প্রজাপুঞ্জের জন্যে রাজার সকল ত্যাগ, সকল ক্লেশ স্বীকার করা উচিত। দেখুন, আপনার পূজনীয় পূর্ব্বপুরুষ, সূর্য্যবংশাবতংস রাজা রামচন্দ্র প্রজাগণের জন্য আপনার প্রিয়তমা ভার্য্যাকে পর্য্যন্ত বনে নির্ব্বাসিত ক'রেছিলেন। আপনি সেই উচ্চ বংশে জন্মগ্রহণ ক’রে, তা কি এখন কলঙ্কিত কত্তে ইচ্ছা করেন?

লক্ষ্মণ। রণধীর! যথেষ্ট হয়েছে, আর না। তুমি যা আমাকে বলবে, তাই আমি কত্তে প্রস্তুত আছি। (চতুর্ভূজা মূর্তির আবির্ভাব ও অন্তৰ্দ্ধান) দেখ, রণধীর –দেখ–দেখ–ঐ–ঐ—ঐ–আবারকি ভয়ানক ভ্রকুটী। ঐ চলে গেলেন!!