& 5 | SS) (মন্দিরের মধ্য হইতে ভৈরবচার্যের ও ফতের প্রবেশ । ) ভৈরব। (স্বগত) আমার যা মৎলব, তা সিদ্ধ হবার উপক্রম হয়েছে। আমি এই ব্যাল আল্লা উদিনের কাছে এই পত্র খানি পাঠিয়ে দি। এখানকার সমস্ত অবস্থা পূৰ্ব্ব হতে তাকে জানিয়ে রাখা ভাল, তা হলে তিনি ঠিকৃ অবসর বুঝে আক্রমণ করতে পারবেন। (ফতের প্রতি) ওরে ! এই পত্র খানি বাদুসা আল্লা উদিনের কাছে দিয়ে আয় দিকি । ফতে। আবার কোয়ানে যাতি বল ? একে তো মড়ার মাথার লাগি সমস্ত রাত্তির মোরে শ্মশানি শ্মশানি গুরায়ে মারেছ। ভৈরব। আরে! এ সে সব কিছু না,—এই পত্ৰখানি বাদসার কাছে নিয়ে গেলে, আমাদের এখান থেকে চ'লে যাবার পন্থী হ’বে, বুলি ?—তা হলে তুইও বঁচি আমিও বাচি। ফতে। (আহিলাদিত হইয়া) এহান হতি তা হ’লি মোরা যাতি পাব ?—অ ! দেও চাচাজি, চিটিখান দেও, এইনি মুই লয়ে যাচ্চি। অ ! তা হ’লি তো মুই প্যাট ভরি খায়ে বত্তাই। তা হ’লি এ গেরোর ভোগ আর ভুগতি হয় না। মোর বাঙ্গাল মুলুকে মুই যহন ছালাম, ভহন বেশ ছ্যালাম, চাস বাস কত্তাম—দুটা প্যাট ভরি খাতিও পাতাম। তোমার কথা শুনি, মুই কেন মত্তি এহানে আয়েছেলাম, বাসার ঘরে চাকুরিও পালাম না, প্যাটও ভাল না। আর, দেহ
পাতা:সরোজিনী নাটক.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।