এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
& 8 সরোজিনী নাটক । দিহি চাচাজি, তুমি মোর কি হাল করেছ ?—মোর খোবস্তুরৎ চেহারাটাই অ্যাকেবারে মাটি করি দ্যাছ ?—এখানে ছাল মুসলমানের মুর, ভূমি তা কাটি মাতায় হাদুর চৈতন বসায়ে দ্যালে—আর বাকি রাহেলে কি ? এহন, এহান হ’তি যাতি পাল্লিই মুই বাচি । ভৈরব। আরে ব্যাট, বাঙ্গালা দেশে তুই কেবল লাঙ্গল টেনে টেনেই মত্তি বৈ তো নয় ; এখন, এই চিঠিটা বাদসার হাতে দিতে পাল্লেই, ভোর একটা মস্ত কৰ্ম্ম হবে, তা জানিস্ ? ফতে। (মহা খুসি হইয়া) মস্ত একটা কাম পাব ? কি কাম চাচাজি ? - ভৈরব । সে পরে টের পাবি—এখন এই চিটিটা নিয়ে শিগগির যা দিকি । (পত্র প্রদান) ফতে। মুই এহনি চল্লাম চাচাজি—স্যালাম । ( ফতের প্রস্থান । ভৈরব। (স্বগত) এখন তবে যাওয়া যাক। (ভৈরবচার্য্যের প্রস্থান।) . oom-o.