পাতা:সরোজিনী নাটক.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ২৭ ভূমি পরিপূর্ণ—আবার বীরশ্রেষ্ঠ বাদলের অধিপতি রাজকুমার বিজয়সিংহ আপনার কনা। রাজকুমারী সরোজিনীর পাণিগ্রহণে অভিলাষী— মহারাজ ! এ অপেক্ষ সুখ সৌভাগ্য আর কি হ’তে পারে ? তবে কেন মহারাজকে আজ এরূপ বিমর্ষ দেখছি ? চক্ষু হ’তে বিন্দু বিন্দু অশ্রপাত হ’চ্চে, এর অর্গ কি ? আমি রাজসংসারের পুরাতন ভূত্য— হাতে ক'রে আপনাকে মানুষ করেছি বলেও হয়—আমার কাছে কিছু গোপন করবেন না । মহারাজের হস্তে একখানি পত্র রয়েছে দেখছি,—চিভোরের রাজপ্রাসাদ হতে তো কোন কুসংবাদ আসে নি ? রাজমহিী ও রাজকুমারগণ ভাল আছেন তো? রাজকুমারী সরোজিনীর ভো কোন বিপদ হয় নি ? বলুন মহারাজ ! আমার কাছে কিছু গোপন করবেন না। লক্ষ্মণ । (অন্যমনস্ক ভাবে) ন-আমি তাতে কখনই অনুমোদন করব না । রাম। মহারাজ ! ও কি কথা! ওরূপ প্রলাপ-বাক্য ব’ল্চেন কেন ? লক্ষ্মণ । না রামদাস ! প্রলাপ নয় । যে সময় আমরা চিতোর হতে সসৈন্তে চতুভূজ দেবীর পূজা দিতে এখানে এসেছিলেম, যখন সমস্ত সৈন্য পথের ক্লেশে ক্লান্ত হয়ে ঘোর নিদ্রায় অভিভূত হয়ে পড়েছে, আমারও একটু তন্ত্রী এসেছে, এমন সময় একটা কু-স্বপ্ন দেখে জেগে উঠলেম, আর নিকটস্থ শ্মশানের দিক্‌ থেকে "ময় ভূখ। হেঁ।” সহস। এই কথাটা আমার কর্ণগোট: হ’ল । সে যে কি বিকট