\రిa সরোজিনী নাটক । লক্ষ্মণ। রামদাস, শুধু সম্মত হওয়া নয়, আমি রণধীরের বাক্যে । উত্তেজিত হয়ে তদণ্ডেই সরোজিনীকে এখানে নিয়ে আসূরার জন্য মহিষীকে পত্র লিখিছি, তাকে এইরূপ ভাবে কৌশলে লেখা হয়েছে যে, "কুমার বিজয়সিংহ যুদ্ধযাত্রার পূর্বেই এখানে সরোজিনীর পাণিগ্রহণে ইচ্ছুক হয়েছেন, অতএব তাকে শীঘ্ৰ সঙ্গে ক’রে নিয়ে আসবে।” রামদাস। কিন্তু মহারাজ ! রাজকুমার বিজয়সিংহকে কি আপনি ভয় কচ্চেন না ? যখন তিনি জানতে পারবেন যে, এইরূপ মিথ্যা বিবাহের ছল ক’রে এই দারুণ হত্য-কাণ্ডের সংকল্প করা হয়েছে, তখন আপনি কি মনে করেন তিনি নিশ্চেষ্ট থাকৃবেন ? লক্ষ্মণ । রামদাস ! আমি বিজয়সিংহের অবর্তমানেই ঐ পত্র লিখে পাঠিয়েছিলেম। তিনি যে এভ শীঘ্র এখানে এসে পড়বেন, ভ। আমি জানভেম না। রাজ্যের পাশ্ববৰ্ত্তী কোন শত্র-পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তার পিত৷ তাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি মনে করেছিলেম, ঐ যুদ্ধ হতে প্রত্যাগমন করতে তার অনেক বিলম্ব হবে, কিন্তু ঐ বীর পুরুষের অপ্রতিহত গতি কার সাধ্য রোধ করে ? বিজয়সিংহ যুদ্ধে প্রবৃত্ত হ’বামাত্রই বিজয়-লক্ষ্মী তাকে আলিঙ্গন করেছেন এবং তার জয়বাৰ্তা এখানে না পৌছিতে পৌছিতেই তিনি স্বয়ং এখানে উপস্থিত হয়েছেন। রামদাস। মহারাজ ! তিনি যদি এসে থাকেন, তা হ’লে আর কোন চিন্তা নাই ! আপনিও যদি বলিদানে সম্মত হন, তা হ’লে বিজয়সিংহ আপনার পথের প্রতিবন্ধক হবেন।
পাতা:সরোজিনী নাটক.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।