পাতা:সরোজিনী নাটক.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । Nり> লক্ষণ। তুমি বল কি রামদাস ? বিজয়-সিংহের স্তায় সহস্র বীর পুরুষ একত্র হলেও, রাণ লক্ষ্মণসিংহের পথের প্রতিবন্ধক হ’ভে পারে না। আমার প্রতিবন্ধক জার কেহই নয়, স্বভাবই আমার একমাত্র প্রতিবন্ধক। স্বভাবের দৃঢ়তর বন্ধনই আমার হস্তকে আবদ্ধ করে রেখেছে। দেখ, রামদাস ! যার মুখভাব একটু বিমৰ্ষ, একটু মলিন হ’লে আমার হৃদয়ে যেন শত শত শেল বিদ্ধ হয়, সেই প্রিয়ভম। দুহিতা, কোথায় আমর সমেহ আলিঙ্গন-পাশে বদ্ধ হবার আশায়, মহা হৃষ্টচিত্তে, দ্রুতগতি এপানে আস্থচে–না কোথায় সে এসে দেখবে যে, তার জন্ত ভীষণ হাড়কাট প্রস্তুত হ’য়ে রয়েছে। এই কল্পনাট কি ভয়ানক ! রামদাস। ও! কি ভয়ানক ! মহারাজ ! এরূপ তে। আমি স্বপ্নেও মনে করি নি! লক্ষ্মণ । (স্বগত) মাতঃ চতুভূজে ! এই নিষ্ঠুর বলি যে তোমার অভিপ্রেত, এ আমি কখনই প্রত্যয় করতে পারি নে, বোধ হয় তুমি আমাকে পরীক্ষা করবার জন্যই এইরূপ আদেশ করেছ। (প্রকাশ্যে ) রামদায় ! তুমি আমার বিশ্বাসের পাত্ৰ, এই জন্য তোমাকে সমস্ত কথা খুলে বল্লেম। দেখো যেন প্রকাশ না হয়। রামদাস। আমার দ্বারা মহারাজ কিছুই প্রকাশ হবে না, কিন্তু যাতে রাজকুমারীর জীবন রক্ষণ হয়, তার শীঘ্র একটা উপায় করুন | লক্ষ্মণ । দেখ, রামদাস ! আমি ইতিপূৰ্ব্বে সুরদাসকে দিয়ে যে