প্রথম অঙ্ক । S)を নিৰ্ব্বাণ হ’বার উপক্রম হয়েছে- যে সময়—এমন কি—হৃদয়ের রক্ত দিয়ে দেবতাদিগকে পরিতুষ্ট ক'ত্তে হবে—স্বস্ত্যয়নাদি দ্বারা গ্রহ খ গুন ক’ত্তে হবে—এই সময় কি না আপনি বিবাহের উল্লেখ ক'চ্চেন? মহাশয়! এই সময় যুদ্ধের প্রসঙ্গ ভিন্ন কি আর কোন কথা শোভা পায় ? এই রূপে কি তবে আপনি দেশের স্বাধীনতা রক্ষণ করবেন ? বিজয়। মহাশয়! কথায় কেবল উৎসাহ প্রকাশ ক’ল্লে! কোন কাৰ্য্য হয় না। মাতৃভূমির প্রতি কার অধিক অনুরাগ, যুদ্ধক্ষেত্রেই তার পরিচয় পাওয়া যাবে। আপনি বলিদান দিয়ে দেবতাদিগকে পরিতুষ্ট করুন—কবে শুভগ্রহ উপস্থিত হবে, তারই প্রতীক্ষা করুন— কিন্তু বিজয়সিংহ এসকলের উপর নির্ভর করে না। এ সমস্ত গণনা কর। ভীরু ব্রাহ্মণের কার্য্য, পুরোহিত ভৈরবচাৰ্য্যের কার্য্য, আপনার ন্যায় ক্ষত্রিয় বীরপুরুষের উপযুক্ত নয়। (লক্ষ্মণসিংহের প্রতি ) মহারাজ ! আমাকে অনুমতি দিন, আমি এখনি যবনদের বিরুদ্ধে যাত্র। ক'চ্চি—বিলম্বের কোন প্রয়োজন নাই । লক্ষ্মণ। দেখ বিজয়সিংহ, আমার মনের সঙ্কল্প এখনও কিছুই স্থির হয় নি,—জয়লাভের পক্ষে এবার আমার বিলক্ষণ সন্দেহ হচ্চে । রণধীর । মহারাজ ! উদ্ধত, অহঙ্কার, অন্ধোৎসাহী যুবকের যাই বলুন না কেন, শুদ্ধ পৌরুষ দ্বারা জয়লাভের কোন সম্ভাবনা নাই, কিন্তু এ আপনি বেশ জানবেন যে, যদি দেবীকে পরিতুষ্ট ক'ত্তে পারি, তা হ'লে তার প্রসাদে নিশ্চয়ই আমরা জয়ী হ'ব। বিজয়। মহারাজ ! আপনি যুদ্ধে প্রবৃত্ত না হতে হতেই কেন
পাতা:সরোজিনী নাটক.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।