পাতা:সরোজিনী নাটক.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | N)3、 আমরা কেবল এই জন্যই যুদ্ধে প্রবৃত্ত হয়েছি। আর আপনি কি ন। আপনার অতি আত্মীয় পিতৃতুল্য পিতৃব্য ভীমসিংহের অবমাননা সহ্য করবেন ? লক্ষ্মণ । হা!--রণধীর—আমি যে দুঃখে দুঃখী, তা হতে তুমি বহু যোজন দূরে। আমার দুঃখ তুমি এখনও অনুভব ক'ত্তে পাচ্চ না বলেই এরূপ উদারতা, এরূপ দেশানুরাগ, প্রকাশ ক’ত্তে সমর্থ হ’চ্চ । আচ্ছা তুমিই একবার ভেবে দেখ দেকি—তোমার পুত্র বীরবলকে যদি এইরূপ বলিদানের জন্য বন্ধন করে, দেবী চতুভূজার সমক্ষে আনা হয়, আর যদি তুমি সেখানে উপস্থিত থাক, তা হ’লে তোমার মনের ভাব তখন কিরূপ হয় ?—এই ভয়ানক দৃশ্য কি তোমাকে একেবারে উন্মত্ত করে । তোলে না। তখন কি তোমার মুখ হতে এইরূপ উচ্চ উদার বাক্য সকল আর শোনা যায় ? তখন তুমি নিশ্চয়ই রমণীর দ্যায়—শিশুর স্যায়–অধীর হয়ে ক্ৰন্দন কত্তে থাক —আর তখনই তুমি বুঝতে পার, আমার হৃদয়ে কি মৰ্ম্মান্তিক যাতনা উপস্থিত হয়েছে। যা হোকৃ, তাই বলে আমি প্রতিজ্ঞ লঙ্ঘন কত্তে চাইনে—যখন একবার কথা দিয়েছি, তখন আর উপায় নাই। আমি তোমাকে আবার বলুচি, যদি আমার দুহিত। এখানে উপস্থিত হয়, তা হ’লে তার বলিদানে আমি আর কিছুমাত্র বাধা দেব না। কিন্তু ঘটনাক্রমে যদি তার এখানে আসা না হয়;—ত হ’লে নিশ্চয় জানবে যে আর কোন দেবতা আমার দুঃখে কাতর হয়ে তার জীবন রক্ষা কল্লেন । দেখ রণধীর ! তোমাকে অনুনয় ক’চ্চি তুমি এ বিষয়ে আর দ্বিরুক্তি ক'র না।