পাতা:সরোজিনী নাটক.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《2 | 8X লক্ষণ। (স্বগত) বিধাতঃ –তোমার নিষ্ঠুর সঙ্কল্প সিদ্ধ করা বার জন্তই কি আমার সমস্ত কৌশল ব্যর্থ ক'রে দিলে ? এই সময় যদি আমি অস্তুত একবার স্বাধীন ভাবে অশ্রু বর্ষণ কত্তে পারি, তা হ’লেও হৃদয়ের গুরুভারের কিছু লাঘব হয়, কিন্তু রাজাদের কি শোচনীয় অবস্থা !—আমরা ক্রীতদাসেরও অধম—লোকে কি বলবে, এই আশঙ্কায় একবিন্দু অশ্রুপাতও কত্তে পারি নে ! জগতে তার মত হতভাগ্য আর কে আছে, যার ক্ৰন্দনেও স্বাধীনতা নাই ! (প্রকাশ্যে) রণধীর । আমাকে মার্জন করবে—আমি আর অশ্র সংবরণ কত্তে পাচ্চিনে —মনে ক'র না তাই ব'লে আমার সঙ্কল্পের কিছুমাত্র পরিবর্তন হয়েছে— না তা নয়,—আমি যখন কথা দিয়েছি, তখন আর উপায় নাই। কিন্তু রণধীর, তুমিও তো একজন পিতা—এই অবস্থায় পিতার মন কিরূপ হয় তা কি তুমি কিছু মাত্র অনুভব ক’ত্তে পাচ্চ না ? এখন কোন প্রাণে বল দেখি— রণধীর । মহারাজ ! সত্য, আমারও সন্তান আছে,—পিতার যে হৃদয়ের ভাব, তা আমি বিলক্ষণ অনুভব ক’ত্তে পারি। আপনি হৃদয়ে যে আঘাত পেয়েছেন, তাতে আমার হৃদয়ও যার পর নাই ব্যথিত হ’চ্চে। ক্ৰন্দনের জন্য আপনাকে দোষ দেওয়া দূরে থাকৃ, আমারও চক্ষু অশ্রুজলে পূর্ণ হয়েছে। কিন্তু মহারাজ, আপনার এখন এইটা বিবেচনা ক'ত্তে হবে—মর্ত্য স্নেহের উপরোধে দৈববাণীর কি অবমাননা করা উচিত ? দেবীর দুরতিক্রম্য বিধানে আপনার দুহিত। এখানে উপস্থিত হয়েছেন—ভৈরবাচার্য্য মহাশয় ভ। জানতে পেরে \9