পাতা:সরোজিনী নাটক.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88. সরোজিনী নাটক । বলিদানের জন্য প্রতীক্ষা ক'চ্চেন—এখন বিলম্ব দেখলে তিনি স্বয়ংই এখানে উপস্থিত হবেন। এখন আমরা দুই জন মাত্র এখানে আছি, এই অবসরে মহারাজ অশ্রু বর্ষণ ক’রে হৃদয়ের গুরুভারের লাঘব করুন, আর সময় নাই। লক্ষণ। (স্বগত)এখন আর কোন উপায় নাই—আমি জানি, আমি তার রক্ষার জন্য যতই কেন চেষ্টা করি না—সকলি ব্যর্থ হবে। দৈবের প্রতিকূলে দুৰ্ব্বল মানব চেষ্টা বিফল। দেবি চতুভুজে! একটা নির্দোষী অবলার শোণিত পান বিনা তোমার তৃষ্ণ কি আর কিছুতেই নিবারণ হ'বে না ? হা !—(কিয়ং কাল পরে,—প্রকাশ্যে রণধীরের প্রতি) আচ্ছা তুমি অগ্রসর হও, আমি শীঘ্রই তাকে নিয়ে যাচ্চি। কিন্তু দেখ রণধীর । ভৈরবাচাৰ্য্যকে বিশেষ ক'রে বারণ করে দেবে, যেন বলিদানের বিষয় আর কেহই ন জানতে পারে। বিশেষতঃ এ কথা যেন মহিষীর কানে না ওঠে। তিনি এ কথা শুনতে পেলে ঘোর বিপদ উপস্থিত হবে। রণধীর! আমি কৃতসংকল্প হয়েছি, এখন কেবল মহিষীকে-সরোজিনীর জননীকেই ভয় । রণধীর। মহারাজ ! আপনার ভয় নাই, এ কথা আর কেহই জানতে পারবে না ;–আমি চল্লেম । ( রণধীর সিংহের প্রস্থান। ) লক্ষ্মণ (স্বগত) হিমাচল! বিন্ধ্যাচল! তোমাদের কঠিনতম দুর্ভেদ্য পাষাণে আমার হৃদয়কে পরিণত কর ; কিন্তু না,--তোমরাও