পাতা:সরোজিনী নাটক.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | 85) তত কঠিন নও,—তোমরাও দুৰ্ব্বল-হৃদয়,—তোমরাও বিগলিত তুষাররূপ অশ্রুবারি বর্ষণ ক’রে ক্ষীণতার পরিচয় দেও । জগতে আরও যদি কিছু কঠিনতর সামগ্রী থাকে,—লৌহ-বজ-তোমরা এস,— কিন্তু না—না—পাষাণই হোকৃ,—লৌহই হোকৃ,—বজ্রই হোক, সকলই শতধা বিদীর্ণ হ’য়ে যাবে যখনি সেই নির্দোষী সরল বালা একবার করুণ স্বরে পিতা ব’লে সম্বোধন করবে।—হ ! আমি কি এখন পিত নামের যোগ্য?—আমি কি সরোজিনীর পিতা ?—না—আমি তার পিত নই-আমি তার কৃতান্ত অতি দারুণনিষ্ঠুর কৃতান্ত। (লক্ষণসিংহের প্রস্থান । ) প্রথম অঙ্ক সমাপ্ত ।