এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় অঙ্ক । ـچـبچيټ প্রথম গর্ভাঙ্ক । দিল্লীর রাজবাটী। সম্রাটু আল্লাউদ্দীন এবং উজির ও ওমরাগণ সমাসীন। আল্লা। দেখ উজির, মহম্মদ আলি যে ছদ্মবেশে হিন্দু মন্দিরের পুরোহিত হয়ে আছে, তার কাছ থেকে তো এখনও কোন খবর এল না। বল দেখি, এখন কি কর্তব্য ? তার অপেক্ষণ না ক’রে এখনি চিতোর আক্রমণ করা যাকৃ না কেন ? উজির। জাৰ্হাপনা ! গোলামের বিবেচনায় একটু অপেক্ষা করা ভাল। আজ তার ওখান থেকে একজন লোক আসবার কথা আছে। হিন্দুদের মধ্যে মহম্মদ আলির যেরূপ মান সস্তুম ও প্রভুত্ব হয়েছে,