পাতা:সরোজিনী নাটক.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8సి আল্লা । উজির! পত্ৰখানা পাঠ ক’রে দেখ দেখি, কি লিখেছে। ( পত্র প্রদান । ) উজির। ( পত্র পাঠ । ) শাহেনশা বাদশ আল্লাউদ্দিন প্রবল-প্রতাপেষু — গোলামের বহুৎ বহুৎ সেলাম। আমি হিন্দুরাজাদের মধ্যে এক রকম বিবাদের স্বত্রপাত ক’রেছি। যখন বিবাদ খুব প্রবল হয়ে উঠবে, তখন এ গোলাম জাহাপনাকে খবর পাঠিয়ে দেবে। সেই সময় চিতোর আক্রমণ ক’লে, নিশ্চয় জয় লাভ হবে। আমার এই মাত্র প্রার্থনা, গোলামকে পায়ে রাখবেন। নিতান্ত অনুগত আশ্রিত ভূত্য— মহম্মদ আলি । আল্লা। এ মু-খবর বটে। উজির! ওকে কিছু বকৃসিস্ দিয়ে বিদায় কর । উজির। যে আজ্ঞে । আয়, আমার সঙ্গে আয় । ফতে। (স্বগত) বকৃলিস্!—দুটা প্যাজির তরকারি প্যাট ভরি