পাতা:সরোজিনী নাটক.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নাটকীয় পত্রগণ।


রাণা লক্ষ্মণ সিংহ ... ... মেওয়ারের রাজা (Lukumsi)

বিজয় সিংহ ... ... ... বাদলাধিপতি - লক্ষ্মণ সিংহের ভাবী জামাতা।
রণধীর সিংহ ... ... ... গারাধিপতি লক্ষ্মণ সিংহের সেনাপতি ও মিত্ররাজ।
রামদাস ... ... ... লক্ষ্মণ সিংহের বিশ্বস্ত পৈতৃকপারিষদ।
সুরদাস ... ... ... লক্ষ্মণ সিংহের বিশ্বস্ত অনুচর।
মহম্মদ আলি (কল্পিত নাম ভৈরবাচার্য্য) ... ছদ্মবেশী মুসলমান চতুভূজা দেবীর মন্দিরের পুরোহিত।
ফতে উল্লা ... ... ... মহম্মদ আলির চ্যালা।
রাজপুত সেনানায়ক, সৈন্ত ও প্রহরিগণ।
আল্লা উদ্দিন ... ... ... দিল্লির বাদসা।
উজির, ওমরাও, মুসলমান প্রহরী
ও সৈন্যগণ।

সরোজিনী ... ... ... লক্ষ্মণ সিংহের দুহিতা—বিজয় সিংহের ভাবী পত্নী।
রোষেনারা ... ... ... বিজয়সিংহের বনী।
রাজমহিষী ... ... ... লক্ষ্মণসিংহের মহিষী।
মোনিয়া ... ... ... রোষেনারীর সখী।
অমলা ... রাজমহিষীর সহচরী।
নর্তকীগণ।

সংযোগ স্থল—দেবগ্রাম ও চিতোর।