পাতা:সরোজিনী নাটক.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6.8 সরোজিনী নাটক । ভাল। দেখ সখি! তোমার বাপ আমার জন্ম-বৃত্তান্ত সমস্তই জানভেন,—তিনি একবার আমাকে ব’লেও ছিলেন যে, আমার পিতামাতার কথা আমাকে একদিন গোপনে ব’ল্বেন–কিন্তু ভাই আমার এমনি পোড়া অদৃষ্ট যে, তার পরেই তার মৃত্যু হ’ল। কুমার বিজয়সিংহের সহিত যুদ্ধে তিনি বীর-শয্যায় শয়ন ক'ল্লেন—আমরাও সেই দিন বন্দী হলেম । মোনিয়া। অামাদের ভাই অদৃষ্টে যা ছিল, তাই হয়েছে—তানিয়ে এখন বৃথা দুঃখ করলে কি হ'বে ? আমি শুনেছি, এখানকার হিন্দু মন্দিরের একজন পুরুত আছেন—তিনি নাকি যে কোন প্রশ্ন হয়, গুণে বলতে পারেন। তা–তার কাছে এক দিন লুকিয়ে গেলে, তিনি হয়তে তোমার জন্মের কথা সব ব’লে দিতে পারেন। আর কুমার বিজয়সিংহও আমাকে ব’ল্ছিলেন যে, সরোজিনীর সঙ্গে তার বিয়ে হ'য়ে গেলেই তিনি আমাদের ছেড়ে দেবেন। তা হ'লেই ভাই আমরা দেশে চলে যাব । রোষেনারা। কি বলে ভাই ?—সরোজিনীর সঙ্গে বিজয়সিংহের রিবাহ ?—(স্বগত) হা! কি কথা শুনলেম! (প্রকাশ্যে) বিবাহের কি সব ঠিকু হয়ে গেছে ?—এ কথা ভাই ভুমি আমাকে আগে বলনি কেন ? মোনিয়া। আমিও ভাই এ কথা আগে টের পাইনি—সবে এইমাত্র শুনলেম । রোষেনারা। আমি শুধু এই কথা শুনেছিলেম যে সরোজিনীকে