দ্বিতীয় অঙ্ক | ¢ዓ এমনি অন্ধকার যে, মনে হচ্চিল যেন আমার প্রাণটা বুঝি বেরিয়ে গেল,—ভার পর কতক্ষণ বাদে যখন একটু আলো দেখা গেল, তখন যেন আমি বঁাচুলেম, কিন্তু তার পরেই দেখতে পেলেম, দুট রক্ত মাখ। হাত আমার সম্মুখে উপস্থিত,—দেখেই তো আমি একেবারে চমকে উঠলেম । তার পর ভাই, সেই হাত ক্রমে স’রে স’রে এসে আমার শেকল খুলে দিলে। সেই শক্ত, কঠোর হাত স্পর্শমাত্রই আমার সৰ্ব্বাঙ্গ নে কাটা দিয়ে উঠল—আমি ভয়ে কাপতে লাগল্যে – ভার পর কে যেন গম্ভীর স্বরে তামাকে এই কথা ব'ল্লে,—“যবনহিতা! ওঠ ।” আমি অমনি তার কথায় ভয়ে ভয়ে উঠলেম ; কিন্তু তখনও মুখ ফিরিয়ে ছিলেম,--তখনও তার দিকে তাকাতে আমার সাহস হয়নি। মোনিয়া।—আমি হ’লে তো ভাই একেবারে ভয়ে মরে যেভেম— o তার পর ? রোফেনার। তার পর যখন তিনি ভাই আমার সুমুখে এলেন,— হঠাৎ তার দিকে আমার চোপড়ল। কি কুক্ষণেই আমি যে তাকে সেই দেখেছিলেম, সেই দেখাই ভাই, আমার কাল হ’ল । কোথায় আমি মনে করেছিলেম, সয়তানের মত কোন ভয়ঙ্কর মুৰ্ত্তি দেখব, না কোথায় ইলফ প্যায়গম্বরের মত তেজস্বী পরমসুন্দর একজন যুব পুরুষের মুখ দেখলেম । আমি কত ভৎসনা ক’বৃব মনে ক’রেছিলেম, কিন্তু সে সব যেন আমার মুখে আটকে গেল। তখন ভাই মনে হ’ল যেন, আমার হৃদয়ই আমার বিপক্ষ হয়েছে। তার পর তিনি এমনি Ꮡ
পাতা:সরোজিনী নাটক.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।