পাতা:সরোজিনী নাটক.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরোজিনী নাটক । در k) কোমল স্বরে বল্লেন—“সুন্দরি ! আমায় দেখে কি ভয় পেয়েছ ?-- ভয় নাই। আমার সঙ্গে এস। রাজপুত বীর স্ত্রীলোকের মর্য্যাদ। জানে।” এই কথা গুলিতে ভাই আমার হৃদয়ের তার যেন একেবারে বেজে উঠলো। তখন, মন্ত্রে মুগ্ধ হ'লে সাপ যে রকম হয়, আমি ঠিক সেই রকম হয়ে তার পিছনে পিছনে চলুতে লাগলেম । সেই অবধিই ভাই আমার শরীর শুধু নয়, আমার হৃদয়ও চির কালের জন্য তার কাছে বন্দী হয়ে রয়েছে। রাজকুমারী সরেজিনী, আমাকে সখীর মত ভাল বাসেন,—বোনের মত যত্ন করেন সত্যি—কিন্তু জানেন না যে, একটী কালসাপিনীকে তিনি ঘরের মধ্যে পুব ছেন । তোমার কাছে ভাই ব’ল্তে কি, রাজকুমারী আমাকে হাজার ভাল বামুন, আমি তার ভাল কিছুতেই দেখতে পারব ন!— বিশেষ, তিনি যে কুমার বিজয়সিংহের প্রেমে সুখী হবেন, এ ভে। ভাই আমার প্রাণ থাকতে সহ্য হবে না। মোনিয়া। সখি! বিজয়সিংহ হ’ল হিন্দু, তুমি হ’লে মুসলমান, তুমি তার প্রেমের আকাঙ্ক্ষা কি ক'রে কর বল দিকি ? তার চেয়ে বরং তোমার এখানে না আসাই ভাল ছিল। বিজয়সিংহের সঙ্গে রাজকুমারী সরোজিনীকে দেখলেই তুমি মনের আগুনে পুড় রে বৈ তো নয় ? সখি ! কেন বল দ্বিকি, এ বৃথা যন্ত্রণ ভোগ করবার জন্যে চিতোর থেকে এলে ? রোষেনারা । আমি মনে ক’রেছিলেম, এখানে আস্ব না, কিন্তু কে যেন আমার অস্তরের অন্তর থেকে বলতে লাগল যে, “যাও,—