দ্বিতীয় অঙ্ক । WりN) দুরে থাক, আমাকে দেখে আরও যেন তার মুখ ভার হ’ল, আমার সঙ্গে ভাল ক'রে কথাও কইলেন না, এর ভাব কি বল দিকি ? আমার ভাই মনে কেমন একটা ভয় হ’চ্চে । আমার উপর পিতার এরূপ ভাচ্ছিল্য-ভাব আমি তো আর কখনই দেখিনি। আমার বোধ হ'চ্চে, কি যেন একটা বিপদ শীঘ্ৰ ঘটবে। মা চতুভূজা ! আমার যাই হোক, আমার পিতার যেন কোন অমঙ্গল না হয়। রোষেনারা । কি , রাজকুমারি ! তোমার বাপ আজ তোমার সঙ্গে একটু কম কথা কয়েছেন বলে তুমি এত অধীর হয়েছ ? আমি যে আজন্ম কাল বাপ মা হার হয়ে অনাথার মত বিদেশে বিদেশে বেড়াচ্চি—আমার তুলনায় তোমার দুঃখ ভো কিছুই নয়। বাপ যদি তোমায় অনাদর ক'রে থাকেন তো তোমার মা আছেন, মায়ের কোলে গিয়ে সান্ত না পেতে পার ; আর মা বাপ যদি দুজনেই তোমায় অনাদর করেন, কুমার বিজয় সিংহ তো আছেন— সরোজিনী। তিনি ভাই , কোথায় ? আমি এসে অবধি তো র্তাকে এখানে একবারও দেখতে পেলেম না । (স্বগত) আমি যে মনে ক’রেছিলেম, তিনি আমাকে দেখবার জন্ত না জানি কতই ব্যগ্র হয়েছেন, তার কি অবশেষে এই হ'ল । যুদ্ধের উৎসাহে তিনিও কি আমাকে ভুলে গেলেন । ব্যস্ত সমস্ত হইয়া রাজমহিষীর প্রবেশ । রাজম। এস বাছা, আমরা এখান থেকে এখনি চলে যাই,
পাতা:সরোজিনী নাটক.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।