ছিলেন বিজয় সিংহ তোমার জন্তে অপেক্ষা ক'চ্চেন তবে কি তাই সত্যি?
রোষেনারা। বিজয়সিংহ-বিজয়সিংহ—তিনি আবার আপেক্ষা করবেন? এমন সৌ–(স্বগত) এই! কি বলে ফেল্লেম? (প্রকাশ্যে) তিনি—তিনি—তিনি ভাই আমার জন্য়ে কেন অপেক্ষা করবেন?
সরোজিনী। (স্বগত) মা যা সন্দেহ ক’রেছেন, তবে তাই ঠিক। (প্রকাশ্যে) রোষেনারা! আমার বেশ মনে হচ্চে যে, তোমাকে হাজার সাধলেও তুমি এখন এখান থেকে নড়বে না। আশ্চর্য্য! যা আমি কখন স্বপ্নেও ভাবিনি,—তাই কি না আজ দেখতে পাচ্চি— বুঝেছি, কুমার বিজয় সিংহকে না দেখে তুমি আর কিছুতেই এখান থেকে যেতে পাচ্চ না। রোষেনারা! কেন আর মিছে আমার কাছে লুকোও? মা যা ব’ল্ছিলেন তাই ঠিক, আমি এখান থেকে গেলেই তোমার মনস্কামনা পূর্ণ হয়।
রোষেনারা। কি?—যে আমার দেশের শক্র,—যে আমায় বন্দী করেছে—যে বিধর্ম্মী, যাকে দেখলে আমার মনে ঘৃণা হয়, তাকে কি না আমি -
সরোজিনী। হ্যা ভাই, তোমার ভাব দেখে আমার বেশ মনে হয়, তাকেই তুমি ভাল বাস। যে শক্র কথা বলচ, সেই শক্রকে ঘৃণা করা দূরে থাকৃ, তাকেই তুমি নিশ্চয় হৃদয় মন্দিরে পূজা কর। আমি কোথা আরো মনে করেছিলেম যে, যাতে তুমি দেশে ফিরে