দ্বিতীয় অঙ্ক । \b:S আপনার মনস্কামনা পূর্ণ হয়,—তা ভয় নেই, আমি আর এখানে অধিক ক্ষণ থাকৃচিনে। আপনি এখন সুখে থাকুন। (সরোজিনীর প্রস্থান।) বিজয়। (স্বগত) রাজকুমারীর আজ এরূপ ভাব কেন ? কেন তিনি আমাকে এরূপ কথা বল্লেন ?—কেনই বা তিনি আমার কাছ থেকে চলে গেলেন ? (প্রকাশ্যে রোষেনারার প্রতি) ভদ্রে । বিজয়সিংহ তোমার নিকটে এলে তুমি কি বিরক্ত হবে ? যদি শক্রর সঙ্গে কথা কইভে তোমার কোন আপত্তি না থাকে, তা হ’লে তোমাকে একটী কথা জিজ্ঞাসা কত্তে চাই। রোষেনারা । বন্দীর আবার কিসের আপত্তি ? আপনার হাতেই তো আমার জীবন মৃত্যু সকলি নির্ভর কচ্চে। রাজকুমার! যথার্থই কি আপনি আমার শক্র ? - বিজয় । তোমার শত্র না হতে পারি, কিন্তু আমি যে তোমার দেশের শক্র, তাতে আর কিছুমাত্র সন্দেহ নাই। রোফেনার। আপনি আমার দেশের শত্ৰ সত্যি, কিন্তু আমি আপনাকে আমার শক্ৰ ব’লে মনে করিনে । বিজয়। যে তোমার দেশের শক, তাকে কি তুমি শক্ৰ ব’লে জ্ঞান কর না ? তোমার দেশের প্রতি কি তবে অনুরাগ নাই ? রোষেনারা। রাজকুমার ! এমন কি কেউ থাকৃতে পারে না, যাকে দেশের চেয়েও অধিক—
পাতা:সরোজিনী নাটক.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।