দ্বিতীয় অঙ্ক । צף রোষেনার। রাজকুমার। তিনি বোধ হয় চিতোরে গেলেন। বিজয়। (স্বগত) আমার ইচ্ছা হচ্চে, আমি এখনি গিয়ে রাজকুমারীর সঙ্গে চিভোরে সাক্ষাৎ করি। সকলি আমার কাছে প্রহেলিকার স্তায় বোধ হচ্চে, আমি তো কিছুই বুঝতে পাচ্চিনে ; মহারাজ আমাকে মুখে বলেন এক রকম, কাজে আবার দেখছি ঠিক তার বিপরীত। সকলেই যেন, কি একটা আমার কাছে লুকিয়ে রাখবার চেষ্ট কচ্চে। (প্রকাশ্যে) ভদ্রে । রাজকুমারী আমাকে ওরূপ কথা বলে কেন চলে গেলেন বলতে পার ? রোষেনারা। রাজকুমার! আমি যত দূর দেখছি ভাতে এই পৰ্য্যস্ত বহুতে পারি, আপনার উপর রাজকুমারীর মনের ভাব আর সে রকম নেই। বিজয় । (স্বগত) হঠাৎ কেন এরূপ হল ? না জানি আমার কি ক্রটি হয়েছে। আজ আমার সকলকেই শত্রু বলে বোধ হচ্চে— কিছু পূর্বে রণধীর সিংহ ও আর আর প্রধান প্রধান সেনাপতিও আমার এই বিবাহের বিরোধী হয়ে দাড়িয়েছিলেন ; সকলেই যেন আমার বিরুদ্ধে কি একটা মন্ত্রণ কচ্চে। যা হোক, আমাকে এখন এর তথ্য জানতে হল। ( বিজয়সিংহের প্রস্থান । ) রোবেনারা । (স্বগত) কৈ ?--বিজয়সিংহের মন তো কিছুই ফেরে নি-সরোজিনীর উপর তার ভালবাসা যেমন তেমনিই আছে, রাজমহিলী ভবে কেন ও কথা বল্লেন ? হা ! আমি যা আশা করেছি
পাতা:সরোজিনী নাটক.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।