পাতা:সরোজিনী নাটক.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক | ৭৩ মোনিয়া। এ ভাই তোমার আশ্চৰ্য্য কথা—তিনি তোমাকে ভাল বাসেন না, আর ভূমি কি না তার জন্যে পাগল হয়েছ ? রোষেনারা। তুমি আশ্চৰ্য্য হ’চ্চ—লোকে শুনলেও আমাকে পাগল ব’ল্বে, কিন্তু ভাই তোমাকে আমি সত্যি কথা বলুচি, আমাকে যখন তিনি বন্দী করেন, সেই সময়ে আমি যে র্তাকে কি চোখে দেখেছিলেম, ব’ল্তে পারিনে ; তার মূৰ্ত্তি আমার হৃদয়ে যেন আঁকা রয়েছে, তা কখনই যাবার নয়। তিনি যদি এখন, আমাকে পায়েও ঠেলেন, তবু আমি তার চরণতলে পড়ে থাকব— কিন্তু তাই ব’লে, আর কেউ যে র্তার প্রেমে সুখী হবে, তা আমার প্রাণ থাকতে সহ্য হবে না। আমার বল্বার অধিকার থাক বা না থাক, আমি ভাই সরোজিনীকে আমার সপত্নী ব’লে মনে করি । সখি! আমার সপত্নীর ভাল, আমি প্রাণ থাকতে কখনই দেখতে পারব না। মোনিয়া। না ভাই তোমার কথা আমি কিছুই বুঝতে পারি নে— থাক, ও সব কথা এখন থাক, কে আবার শুনতে পাবে—চল ভাই এখান থেকে এখন যাওয়া যাক। (সকলের প্রস্থান । ) দ্বিতীয় অঙ্ক সমাপ্ত ।