তৃতীয় অঙ্ক। । - ዓፃ ১মরক্ষক। ব্যাটা বলছে আল্লার কিরে, আবার বলে মুসলমান নই! (উচ্চ হাস্য) বেটা এখনও ঢাকতে চেষ্টা কচ্চিস্ ?–আচ্ছ, তুই কি জাত বল দিকি ? ফতে। মুই বেরাহ্মন ঠাকুর, মুই—মুই—ম—ম—ম মসজিদে– মন্ত্ৰ-মন্দিরে ঘটা মাড়ে থাকি। ১ম-রক্ষক। মসজিদেই বটে, আচ্ছ বল্ব দিকি বাপের ভাইকে আমাদের ভাষায় কি বলে ? ফতে। (অম্লানবদনে) চাচা। - ১ম-রক্ষক। ই ঠিক হয়েছে! ( সকলের হাস্য) আচ্ছা বলু দিকি বীপের বোনের স্বামীকে কি বলে ? ফতে। ক্যান-ফুপু। ১ম-রক্ষক। ছ। এও ঠিক্ হয়েছে ! (সকলের হাস্য) আচ্ছা বলু দিকি আমি হারাম খাই । ফতে। ও কর্থ ক্যান—ও কথা ক্যান ? ১ম-রক্ষক। বল, না হলে এখনি— ফতে। বল চি–বলুচি—মুই হারাম— ১ম-রক্ষক। ফের স্যাকামি কচ্চিম ? বলু, না হ’লে এখনি মার খেয়ে মন্ত্ৰবি । ফতে। বল চি-বলচি-মুই হারাম—থা—খা—খাই—তোবা তোবা— ১ম-রক্ষক। হাঃ শালার মুসলমান ! তবে নাকি তুই হিন্দু—
পাতা:সরোজিনী নাটক.djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।