তৃতীয় অঙ্ক । Գ:Տ তিনি বিবাহের জন্যে প্রস্তুত ছিলেন, তার মনের একটুও পরিবর্ত হয়নি। কে এই মিথ্যা জনরব রটিয়েছে, তাই জাম্বার জন্তে মহারাজকে তিনি খুজুিচেন, তিনি আরও এই কথা বল্লেন যে, এইরূপ মিথ্যে জনরব যে রটিয়েছে, তাকে তিনি সমুচিত শাস্তি দেবেন। লক্ষ্মণ। দেবি! এতক্ষণে ভবে আমার ভ্রম দূর হল, সকল সন্দেহ মন হ'তে অপস্থত হ'ল। এখন তবে আবার বিবাহের উদ্যোগ করা যাকৃ। পুরোহিতের কার্য্য ভৈরবাচাৰ্য্য মহাশয়ের দ্বারাই সম্পন্ন হবে, তুমি সরোজিনীকে এই ব্যাল মন্দিরে পাঠিয়ে দাও গে ; আমি তার প্রতীক্ষায় রইলেম –দেখ, আর একটা কথা বলে যাই,—দেখুচ তো কিরূপ স্থানে ভূমি এসেছ; এখানে চতুর্দিকেই কেবল যুদ্ধসজ্জা হচ্চে, মুতরাং এখানে বিবাহ হ’লে, বিবাহস্থলে কেবল বীরগণেরই সমারোহ হবে ; সৈন্যদের কোলাহল, অশ্বের হেষারব, হস্তিদের বৃংহিত, অস্ত্রের বন্ধনা বই আর কিছুই শুনতে পাবে না,আর চতুর্দিকে বল্লমের অরণ্য ভিন্ন আর কিছুই লক্ষ্য হবে না। মহিষি ! এ বিবাহে স্ত্রী-নেত্ররঞ্জন কোন দৃশ্যই থাকৃবার কথা নেই ; আমি বেশ ব’ল্তে পারি, এরূপ বিবাহ-স্থলে তোমার থাকৃতে কখনই ভাল লাগবে না— আর তোমার সেখানে থেকেই বা আবশ্যক কি ? বিশেষতঃ সে । একটা সামান্য মন্দির, সেখানে উপযুক্ত স্থান নাই, আর তুমি সামান্য ভাবে সেখানে থাকলে সৈন্যগণই বা কি মনে করবে ? তোমার সখীগণ সরোজিনীকে মন্দিরে লয়ে যাক, আর ভূমি এই শিবিরেই থাক। তোমার সেখানে গিয়ে কাজ নাই।
পাতা:সরোজিনী নাটক.djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।