পাতা:সরোজিনী নাটক.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छू जैौञ्च षझ । । b-> রাজ-ম। নাথ ! যা আমার চিরকালের সাধ, তাতে আমাকে নিরাশ করবেন না। আমি সেখানে থাকৃলে আপনাকে কিছুমাত্র লজ্জিত হতে হবে না। আমার কন্যার বিবাহ আমি স্বচক্ষে দেখতে পাব না, এরূপ নিষ্ঠুর আজ্ঞা করবেন না। লক্ষ্মণ । আমি পূৰ্ব্বে মনে করেছিলেম, আমি বল্বমাত্রই ভূমি সম্মত হবে ; কিন্তু যখন যুক্তিতেও তোমাকে কিছুতেই বোঝাতে পাল্লেম না,—আমার অনুরোধ মিনতিও তোমার কাছে ব্যর্থ হ'ল, তখন তোমাকে এখন আদেশ ক'ত্তে বাধ্য হ’লেম,-তুমি সেখানে কখনই উপস্থিত থাকতে পাবে না। মহিৰ্ষি ! তোমাকে পুনৰ্ব্বার বলুচি, এই আমার ইচ্ছা—এই আমার আদেশ—এই আদেশানুযায়ী এখন কাৰ্য্য কর । (লক্ষণসিংহের প্রস্থান । ) রাজম। (স্বগত) কেন মহারাজ এরূপ নিষ্ঠুর হয়ে আমাকে বিবাহস্থলে থাকতে নিষেধ ক'ল্লেন ? বাস্তবিকই কি আমি সেখানে থাকৃলে আমার মানের লাঘব হবে ? যাই হোক, তিনি যখন আদেশ ক’ল্লেন, তখন কাজেই তা আমাকে পালন ক’ত্তে হবে। এখন এই মাত্র আক্ষেপ, আমার যা মনের সাধ ছিল, তা পূর্ণ হ’ল না। যাই হোক, আমার সরোজিনী তো সুখী হবে—তা হ’লেই হ'ল। আমার এখন অন্ত কিছু ভাববার দরকার নাই, তার সুখেই আমার মুখ — এই যে, বিজয়সিংহ এই দিকে আস্চেন। > y