তৃতীয় অঙ্ক । b-> শতসহস্র ধন্যবাদ দিভেম যদি এ বিষয়ে একটু সন্দেহও থাকতে। ভৈরবাচাৰ্য্য বলেচেন যে, চতুভূজ দেবী আর কোন বলি গ্রহণ কর বেন না । বিজয় । (স্বগত) এ কি আশ্চৰ্য্য কথা, আর কোন বলি তিনি গ্রহণ করবেন না ? (প্রকাশ্যে) এই যে—এইবার রাজমহিষীর চেতন হ'য়েছে । সরোজিনী। (স্বগত) আ!—আমি এখন বঁাছলেম। রাজমহিষী। (চেতন পাইয়) কৈ ?—আমার সরোজিনী কৈ ?— তাকে তো নিয়ে যায়নি ? সরোজিনী। এই যে মা ! আমি এই খানেই আছি। রাজমহিষী। রামদাস! ঠিক ক'রে বলু–তুই যা বল্লি তা কি সত্য ? মহারাজ কি সত্য সত্যই এইরূপ আদেশ করেছেন ? রামদাস। রাজমহিষি ! আমি একটুও মিথ্যা কথা বলিনি, কিন্তু এতে অধীর না হয়ে যাতে এখন রাজকুমারীকে রক্ষা ক’ভে পারেন, তারই উপায় দেখুন, আর সময় নেই। রাজমহিষী। (স্বগত) রামদাস তো মিথ্যা বলবার লোক নয়, এখন তবে বাছাকে বাচাবার উপায় কি করি ?—একলা বিজয়সিংহ কি রক্ষণ ক’ত্তে পারবেন । বিজয় । (স্বগত) ক্রোধে আমার সর্বাঙ্গ কাপ্চে। আমাকে এইরূপ প্রতারণা ? পিতা হয়ে কষ্ঠার প্রতি এইরূপ ব্যবহার ? কোথায় শুভ বিবাহ-না কোথায় এই দারুণ হত্যা ?—তিনি রাজাই হ’ন, > ९ -
পাতা:সরোজিনী নাটক.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।