సిe সরোজিনী নাটক । আর যেই হ’ন,—তাকে এর সমুচিত প্রতিশোধ না দিয়ে কখনই ক্ষান্ত হব না । সরোজিনী। (স্বগত) পিতা আমাকে এত ভাল বাসেন, তিনি কি এরূপ করবেন ? রাজমহিষী। রামদাস ! মহারাজ কি স্বয়ং এরূপ আদেশ ক’রেছেন ? রামদাস। রাজমহিষি । তিনি না আদেশ ক’ল্পে কি কোন কাজ হ’তে পারে ? রাজমহিষী। তার সৈন্য সেনাপতিরাও কি এভে মত দিয়েছে ? রামদাস। রাজমহিষি ! দুঃখের কথা ব’ল্ব কি, তারা সকলেই এর জন্য উন্মত্ত হয়ে উঠেছে। রাজমহিষী। (স্বগত) মহারাজ যে আমাকে মন্দিরে উপস্থিত থাকতে নিষেধ করেছিলেন, তার অর্থ আমি এখন বুঝতে পাচ্চি। ও —তিনি যে এমন পাষণ্ড, আমি তো তা স্বপ্নেও জানতেম না! এখন কি ক'রে বাছাকে রক্ষা করি ? যে তার প্রকৃত রক্ষক,—যে তার পিতা, সেই যখন তার হস্তারক, তখন আর কে রক্ষণ করবে ? এখন তার আর কে আছে,—এখন আর সে কার মুখের পানে চাবে ? আমি স্ত্রীলোক,—আমার সাধ্য কি ? ( প্রকাষ্ঠে ) রামদাস । সৈন্তদের মধ্যে কি এমন কেউ নেই যে, এই বিপদে রক্ষণ করে ? রামদাস। না রাজমহিষি ! সেরূপ কেউই নেই। রাজমহিষী। (দুই জন রক্ষক মাসিম্ভেছে দেখিয়া) ঐ জাবার
পাতা:সরোজিনী নাটক.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।