পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্ববেদান্ত-সিদ্ধাস্ত-সারসংগ্ৰহঃ । ©¢ፃ অনুবাদ। আমি দেহ নহি, কিংবা প্রাণ, ইন্দ্ৰিয়সমূহ, অহঙ্কার, মনঃ, বুদ্ধি নহি ; দেহাদি ও তাহদের বিকার সমূহের যেখানে অবসান হইয়াছে, সেই সাক্ষিস্বরূপ নিত্য ব্যাপক আত্মাই আমি ॥ ৮৩৫ বাচঃ সাক্ষী প্রাণবৃত্তেশ্চ সাক্ষী বুদ্ধেঃ সাক্ষী বুদ্ধিবৃত্তেশ্চ সাক্ষী । চক্ষুঃশ্রোত্ৰাদীন্দ্রিয়াণাঞ্চ সাক্ষী সাক্ষী নিত্যঃ প্রত্যগেবাহমস্মি ॥ ৮৩৬ অন্বয়। [ যঃ—যিনি ] বাচ ( বাক্যের ) সাক্ষী ( দ্রষ্টা ) প্রাণবৃত্তে: চ (এবং প্রাণের ব্যাপারের) সাক্ষী (দ্রষ্ট ) বুদ্ধে (বুদ্ধির) সাক্ষী (দ্রষ্টা) বুদ্ধিবৃত্তেঃ চ (বুদ্ধিবৃত্তির ও) সাক্ষী (দ্রষ্টী) চক্ষুঃশ্রোত্ৰাদীন্দ্রিয়াণাং চ (চক্ষুঃ শ্রবণ প্রভৃতি ইন্দ্ৰিয়সমূহের ও ) সাক্ষী (দ্রষ্ট ) { সঃ—সেই ] নিত্য: (সৎস্বরূপ ) সাক্ষী (উদাসীন) প্রত্যক্‌ এব (ব্যাপক আত্মাই) অহম্ (আমি) অম্মি ( श्ट्रे ) ॥ १७७ অনুবাদ। যিনি বাক্যের এবং প্রাণক্রিয়ার সাক্ষী, বুদ্ধি ও বুদ্ধিবৃত্তির সাক্ষা, যিনি চক্ষুঃ শ্রোত্র প্রভৃতি ইন্দ্রিয়বর্গের সাক্ষী, সেই উদাসীন নিত্য প্রত্যগাত্মাই আমি ॥ ৮৩৬ নাহং স্থলো নাপি সূক্ষো ন দাৰ্ঘো নাহং বালো নো যুবা নাপি বৃদ্ধঃ। নাহং কাণে নাপি মূকো ন ষণ্ডঃ সাক্ষী নিত্যঃ প্রত্যগেবাহমস্মি ॥ ৮৩৭ অন্বয়। অহং (অমি) স্থল (মোটা) ন ( নহি ), স্বক্ষঃ অপি। সরু, কৃশ ও) ন (নহি ), দীর্ঘ; (বিস্তৃত) ন (নহি ), অহং ( আমি) বালঃ (শিশু ) ন (নহি ), যুবা (তরুণ) নো (নহি), বৃদ্ধ অপি (স্থবির ও ) ন (নহি ), অহং 6আমি) কাণঃ (চক্ষুবিহীন) ন ( নহি ), মুকঃ অপি (বোৰ, ৰাকৃপক্তিবিহীন ও ) ন (নহি), যুগু: (ক্লীব) ন (নহি), সাক্ষী (উদাসীন) নিত্য: (সৎস্বরূপ) প্রত্যক্‌ এব ( ব্যাপক আত্মাই) অহম্ (আমি ) অস্মি (হই ) ॥৮৩৭