পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্ববেদান্ত সিদ্ধান্ত সারসংগ্রহঃ। २¢ অম্বা। গৃহস্পৃহা (গৃহটিকে ভোগ করিবার ইচ্ছাই ) পাদনিবদ্ধশৃঙ্খলা (পাদদেশে সংলগ্ন শিকল) কান্তামৃতাশা (পত্নী ও পুত্রের আশাই) পটুকণ্ঠপাশ: (সুদৃঢ় কণ্ঠের রজ্জ ) প্রবলা (অতিশয়) ধনাশা (ধনার্জনের আশাই) শীর্ষে (মাথার উপর) পতন্দ্রভূর্যাশনিঃ (পতনশীল বহু বজ্রের ন্যায়) প্রাণান্তহেতুঃ ( প্রাণ-বিনাশের কারণ ) [ হইয়া থাকে ] ॥ ৪৮ অনুবাদ । গৃহভোগ করিবার আশাই [ এখানে ] চরণদেশে সংলগ্ন শিকলের সদৃশ, কান্ত ও পুত্র বিষয়ে যে আশা, তাহাই [এখানে ] সুদৃঢ় কণ্ঠপাশের সদৃশ, এবং অতিশয় ধনার্জনের আশাই [ এখানে ] মস্তকের উপর পতনোন্মুখ বহু বজের ন্যায় প্রাণবিনাশের কারণস্বরূপ বিদ্যমান রহিয়াছে। [ মৃতরাং কারাগুহ হইতে এই গৃহের পার্থক্য কিছুই নাই, ইহাই তাৎপৰ্য্য ] ॥ ৪৮ কাম-দোষ । আশাপাশশতেন পাশিতপদে নোখাতুমেব ক্ষমঃ কামক্রোধমদাদিভিঃ প্রতিভটৈঃ সংরক্ষ্যমাণোহনিশম্। সংমোহাবরণেন গোপনবতঃ সংসার-কারাগৃহৎ নিৰ্গন্ত ত্ৰিবিধৈষণাপরবশ কঃ শকুয়াড্রাগ্য। ৪৯ অম্বয়। রাগিযু (আসক্ত ব্যক্তিগণের মধ্যে) আশাপাশশতেন (আশাৰূপ শত রজ্জ দ্বারা) পাশিতপদঃ (বদ্ধচরণ) উথাতুং এব (উঠিতেই ) ন ক্ষম: ( অসমর্থ) কামক্রোধমদাদিভিঃ (কাম ক্রোধ এবং মদ প্রভৃতি ) প্রতিভটৈঃ (দৈনিক-পুরুষগণ কর্তৃক ) অনিশং ( সৰ্ব্বদা ) সংরক্ষ্যমাণ (সম্যক্ প্রকারে রক্ষিত ) ত্ৰিবিধৈষণাপরবশঃ (পুত্ৰৈষণা বিন্তৈষণা এবং লোকৈষণা এই ত্রিবিধ কামনার পরবশ ) ক (কোন ব্যক্তি) সংমোহাবরণেন (সম্যক্ প্রকার মোহরূপ আবরণদ্বারা ) গোপনবতঃ (সুরক্ষিত ) সংসারকারাগৃহৎ ( সংসার-স্বরূপ কারাগৃহ হইতে) নিৰ্গস্তুং (বাহির হইতে) শকুয়াং (সমর্থ হইতে পারে?)॥৪৯ অনুবাদ । [ সংসারে ] আসক্ত ব্যক্তিগণের মধ্যে কোন ব্যক্তি এই সংসাররূপ কারাগৃহ হইতে নির্গত হইতে সমর্থ পরে ? [ অৰ্থাৎ 8