পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গলি মধু শুনবে ? বঙ্কিম নইলে এত বক্তৃতা করছি কি জন্যে ? মধু যথার্থই শুনবে ? বঙ্কিম হুঁ গে৷ ই । মধু কাল বিকেলে একটা পথিক গান করে যাচ্ছিল। বঙ্কিম তাই কি ? মধু তার গানটা বড় মিঠে—গলাটাও ভারী মিষ্টি । বঙ্কিম কিসের গান ? মধু সাগরের । - বঙ্কিম এই শুকুনো ডাঙার রাজ্যে সাগরের গান ত বিস্তুর শোনা গেছে— সেটায় আর নূতনত্ব কি ? মধু নূতনত্ব ?—ই, তা আছে বই কি ।