পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] চিরপুরাতনই যে নতুন হয়ে মাঝে মাঝে আমাদের সামনে দাড়ায়।

    • कह** অপেক্ষায় সে বসে থাকে ।

আচ্ছা, ভাই, তোমার কি সাগর দেখতে ইচ্ছে করে না ? বঙ্কিম - না, অমন ইচ্ছেকে আমি ক্ষ্যাপামির মধ্যেই গণনা করি। তার চেয়ে কিসে দু পয়সা আসে, তার উপায় চিন্তাকরলে কায দেয়। সাগর দেখে আমার লাভ ?—অন্নের সংস্থান হবে ?–সংসার চলবে? এ ডাঙার দেশ, এখানে হাটুতে হবে, ফিরতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে খাটুতে হবে। এখানে সাগরের কোন প্রয়োজন নেই—এখানে তার কথাটা পৰ্য্যস্ত অলসের স্বপন ছাড়া আর কিছুই নয়। - মধু তাইত, তুমি প্রয়োজনের নিক্তিতে সব ওজন করে বেড়াচ্ছ ! তুমি আমার ভাবটা বুঝবে না, কেন না তার প্রয়োজনটা তোমায় আমি এখন ভাল করে বুঝিয়ে দিতে পারব না । । বঙ্কিম - বিলক্ষণ বুঝতে পেরেছি। তোমার কাছে ধোয়াটে হলেও তোমার ভাবটা আমার কাছে আর ধোয়াটে নয়। তুমি সাগরের গান শুনে সাগর দেখবার জন্যে পাগল হতে চলেছ—ঐ যা অনেকেই হয়েছেন। সংসারটা মাটি করবে দেখছি। তোমাকে বুদ্ধিমান বলে আমার ধারণা ছিল। সে ধারণাটা বদলিয়ে দাও কেন ? মধু ন, আর কথা নয়। তোমার যা বলবার বলে গেলে, এখন কায থাকে, সরে পড়তে পার। কেযো লোক,—সময় নষ্ট করবে কেন ?