পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] নিবারণ কিহে মধু, কি করুছ এখানে ? মধু কিছু না । নিবারণ এমন সময়টা কিছু না করে কাটিয়েদিচ্ছ ? মধু কি করব, নির্ধারণ দা ? নিবারণ এই যা কিছু নিয়ে একটু আমোদ । মধু সেটা কি একটা কায হবে ? নিবারণ আমোদই ত দুনিয়ায় কায হে। তাছাড়া আর যা কিছু, সবই ত খাটুনি—ওতে তোমার নিবারণ দা নেই। চল, আড্ডায় চল, একটা কি খেলা যাবে। মধু না, নিবারণ দা, আজ মাপ করতে হবে । নিবারণ সে কি ? মুখখন অত গভীর কেন ? কি ভাবছ ? আরে ভাবাটাও যে মস্ত একটা খাটুনি ! ছিঃ! ছি:! শরীর নষ্ট করতে আছে ? তার চেয়েও মূল্যবান সময় নষ্ট করতে আছে ? দু দণ্ডের জীবন বইত নয়। আমোদ কর—আমোদ কর । 帖