পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ গাল গান ( পিলু-ঘৎ ) নিমেষ তরে রসের বাটি সাম্নে শুধু পাই, ফেলব তারে কেমন করে',— চাইৰ কারে ভাই ? থাকৃরে গভীর তত্ত্ব-কথা, থাক্রে কাযের মস্ত ব্যথা— জীবনটারে পণ্ড করা সাধ্য মম নাই । ঐ রসটা আমার সত্যি জেনে, ভয়-ভাবনায় তুড়ি হেনে, চুমুক দিব—নিমেষ যাবে— রইবে পড়ে ছাই ! কি গে, পেচক বাহাদুর, মনে লাগল ? অাখি ত মুদ্ৰতেই হবে, আর মুদ্ৰলেই সব অন্ধকার, তখন আগে থাকৃতে মুদে লাভ কি ? না, বাজে বক্‌বার সময় নেই। যাবে কি না বল ? - মধু না । নিবারণ তবে থাক পড়ে অন্ধকারে। স্বপ্নে থাকতে ভূতে কিলোয়। আমি চ’ল্লাম । মধু শোন ।