পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] মধু সাগরকে তবে কি কেউ চায় না ? তাকে চাওয়াটাই মস্ত একটা ব্যর্থতা ? [ গান করিতে করিতে ফুল দূৰ্ব্বা লইয়া কতকগুলি বালিকার প্রবেশ ] গান পুণ্যপুকুর কবি কেগা চল লো ত্বর চল । শুকৃনো ডাঙ ভিজিয়ে দিব এনে সাগর-জল । বোশেখ মাসের দারুণ খরায়, ছাতি সবার ফাটছে তিষায়, আগুন হাওয়া হলকা হেনে বইছে অবিরল ! চললো ত্বর চল । "সাগর—সাগর" ডাক্লে পরে, বান ডাকিবে শুক্নো সরে, মরা নদী ছুটবে ভরা, মিলবে হাতে ফল । চললে ত্বরা চল। মধু । কিগো, বাছারা–তোমরা পুণ্যিখুকুর করতে চলেছ ? কেমন করে করবে ? একজন সে কি গে। —তুমি পুণ্যিপুকুর দেখনি ? :

3रै