পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] একজন তারপর সকলে সেই জলে হাত দিয়ে বলব— “পুণ্যিপুকুর-জল— পুণ্যিসাগর-জল, এই জলে আজ ঠাণ্ডা হবে তপ্ত ধরাতল !— টিপ্‌ ঢিপ ঢপৃ” তিনবার বলে গড় করলেই পূজো সাঙ্গ হলো। মধু বেশ ত পূজো ! এধবার দেখতে যাব। কোথায় হবে ? একজন গণ্ডীপাড়ায় । - মধু আচ্ছা, তোমরা এস । [ বালিকাদের প্রস্থান ] পুণ্যিপুকুর করে এরা সাগরকে ডাকৃছে—ভাবছে পুণ্যিপুকুরের জলেই সাগর জলের আবির্ভাব হবে ! কি সরল বিশ্বাস ঐ বিশ্বাসেই ওদের পুণ্যি, ঐ বিশ্বাসেই ওদের আনন্দ ! কতকাল ধরে এই ব্ৰতটা চলে আসছে, কিন্তু আজও কেউ সাগর জলের দেখা পেল না। কে এই ব্ৰতটা উদযাপন করে গেছে ? সে কি সাগরের সন্ধান পেয়েছিল ? সে কি সাগর দেখেছিল ? না, মিথ্যা একটা কল্পনা দিয়ে এদের আনন্দ দেবার ব্যবস্থা করে গেছে ? মিথ্যাই যদি হয়, তবে আজও সে মিথ্যা ধরা পড়ল না কেন ?—এমন ব্যর্থবিশ্বাস এর হারাল না কেন? না—ন, সাগর আছে। নইলে প্রাণ তাকে দেখতে চায় কেন ? $8.