পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] আচলদেব ঐ ত—ত পৰ্য্যস্ত তোমাদের জানা নেই! বলি, দেবাক্ষর পড়তে পার ? চঞ্চলকুমার তার সঙ্গে মূলের কি সম্পর্ক ? আচলদেব তা পরে হবে। বল, দেবাক্ষর পড়তে পার কি না। চঞ্চলকুমার দেবাক্ষর আবার কোনগুলো ? আচলদেব তা-ও জান না ? ও?—কপাল ! চঞ্চলকুমার জানি খুব ভালই। কিন্তু আমি দেবাক্ষর বলি না। দেব দেবী আবার কি ? যত সব ছাই ভস্ম ! নরাক্ষর বলুন, মানতে রাজী আছি। আচলদেব পাষণ্ড নাস্তিক কোথাকার! তোর মুখ দেখলেও অশুচি হয়। তুই এতদূর গোল্লায় গিয়েছিস তা’ত জানতাম না। ঐ নবীন দেড়েই তোর মাথাটা খেয়েছে, দেখছি। দেবদেবী মান না, এতখানি অহঙ্কার ? রোস, শীগগিরই টেরটা পাবে। চঞ্চলকুমার সেই টেরটা পাওয়ার জন্যেই ত ঘুরে বেড়াচ্ছি। তারা থাকেন ত বেশ সাম্নাসামনি এসে দাড়ান না, লড়াই করে তাদের দেবত্বের পরিচয়টা নি। শুধু নাম শুনে কি আর ভয় করা চলে ? &e