পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণ্ডীপাড়া তা যাক। এখন কোনটা মূল আপনাদের, বলুন, দেখি। আচলদেব তোর সঙ্গে বাক্যালাপ করাও পাপ । চঞ্চলকুমার - দশবার আচমন করলেই তা খণ্ডে যাবে! কেমন, পুথিতেও ত তাই লেখে ? আচলদেব হু, আবার ঠাট্ট হচ্ছে ? অাজ থাকৃত সমাজের শাসনদণ্ড হাতে, তাহলে বুঝিয়ে দিতাম বেয়াদবির মজা। চঞ্চলকুমার দণ্ডটা দোর্দণ্ড ভাবে ব্যবহার করাতেই আজ হাত থেকে খসে পড়ে গেছে। শূন্ত হাত আর শূন্যে ঠুকিয়ে মরেন কেন ? এখন বলুন, মূলের কথাটা। আচলদেব - আজ এমন শুভদিনটা মাটি হল, দেখছি। কি কুক্ষণেই ভোর হয়েছিল ! - চঞ্চলকুমার মূল বুঝি আদপেই জানা নেই—তাই অত রাগ রঙ্গ ! আচলদেব । বেণাবনে মুক্তে ছড়িয়ে লাভ ? আমন বিধ যারা, তারা তার এক বর্ণও বুঝতে পারবে না। - চঞ্চলকুমার বলেই দেখুন বুঝতে পারি কি না ।