পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাগরের ডাক ] র্তার হুঙ্কারে সব ডাঙা কেঁপে উঠবে—র্তার তাগুবে যত সব অবজ্ঞার কাঠিন্য ভেঙে চুরে যাবে—র্তার রুদ্র চরণে যত সব অহঙ্কার অবিশ্বাসের উচু মাথা আবার নত হয়ে পড়বে। পুথিতে লিখেছে। সে কি আর ভুল হবার জো আছে হে ? মধু তবে, সাগর আছে ? আচলদেব তাতে আবার সন্দেহ ? পুথিতে এমন সব যুক্তি তর্ক দিয়ে তা প্রমাণ করা আছে যে তার বিরুদ্ধে আর টু শব্দটি করে—কার সাধ্য ? মধু র্তাকে দেখেছেন ? আচলদেব - সে কি আর সোজা কথা, বাপু ? দেখা এক, আর আছেন, এই কথাটা মানা আর। তবে তার তপণ নিত্য করে থাকি। তার ব্যাঘাত হলে যে প্রায়শ্চিত্তের ব্যবস্থা আছে তা করতেও কুষ্ঠিত হই না। তুমি তৰ্পণ টপণ করে থাক ত বাছ ? না, ও গুলোতে বিশ্বাস নেই বলে ছেড়ে দিয়ে বসে আছ ? . মধু তর্পণ করি না। বিশ্বাস নাই বলে নয়। মন ভিজে না, তাই । আচলদেব - না না, আমন কৰ্ম্মও করে না । বাপ দাদারা যে বিধি দিয়ে গেছেন, তা সনাতন বিধি - তা উল্লঙ্ঘন করা মস্ত পাপ! পাপ করে ভূগে। মরূবে কেন ? আরম্ভ কর—আরম্ভ কর। তবে এতদিন না করায় যে পাপটা হয়েছে, তার জন্তে একটি প্রায়শ্চিত্ত করতে হবে। সে বেশী কিছু নয়। সহজে যাতে হতে পারে। তার ব্যবস্থা আমি করে দিব। 岑总